জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ হাসানের মৃত্যু

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১২:৪৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১২:৪৬:২৪ অপরাহ্ন

জুলাই আন্দোলনে চট্টগ্রামে মাথায় গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা।গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত হাসান মাদ্রাসার ছাত্র ছিলেন। করোনার সময় তাকে পড়াশোনা ছাড়তে হয় তাকে। জুলাই আন্দোলনের সময় কাজ করতেন একটি ওয়ার্কশপে।

 

 

 

আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তিনি দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল ও সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে এমপাওয়ারিং আওয়ার ফাইটার্স নামে একটি সংগঠনের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড পাঠানো হয়। সেখানে ১০ এপ্রিল পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।পরে অবস্থার অবনতি হওয়ায় ২৫ এপ্রিল তাকে আবারো লাইফ সাপোর্টে নেয়া হয়। সবশেষ গতরাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার।

 

 

 

গত পাঁচ আগস্ট চট্টগ্রামে টাইগার পাসে আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হন হাসান। এ সময় তার মস্তিষ্ক খাদ্যনালী ও কণ্ঠনালীতে ইনফেকশন ছড়িয়ে পড়ে। এরপর ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে হাসানের।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv