ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাত দলের হামলা, আহত ৯

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৪:১১:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৪:১১:০০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা মরদেহের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এতে নারীসহ ৯ জন আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ।ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের ছবদর আলী ঢাকা মিরপুর আহসানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। রাতেই ঢাকা থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।




পথে নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আগেই ওত পেতে থাকা ডাকাতরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। তারা অ্যাম্বুলেন্স ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা ৯ জনকে পিটিয়ে আহত করে। তাদের মোবাইল ফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় মরদেহেও আঘাত করে ডাকাত দল।





আলমগীর মিয়া বলেন, টাকা ও মোবাইল নিয়েছে—দুঃখ নেই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর তারা হামলা করেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, যেখানে ডাকাতির ঘটনা ঘটেছে, সেই জায়গাটি অপরাধপ্রবণ এলাকা। অনেক দিন আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছিল।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv