মধ্যরাতে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক

আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০২:৪৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০২:৪৪:৩০ অপরাহ্ন
চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বৈঠকে নির্বাচন ও রাজনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে রাজধানীর রমনার একটি বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াত আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বিরাজমান রাজনৈতিক সংকট, তা থেকে উত্তরণের পথ ও নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। সূত্র জানায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব না হলেও, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে সময় দেওয়ার প্রস্তাবে বিএনপি ও জামায়াত একমত হয়েছে।

তবে দল দুটি এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে, আজ শনিবার (২৪ মে) বিকেলে বিএনপির সঙ্গে এবং রাতে জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv