জোয়ারের পানিতে ভেসে গেলো শতাধিক গরু, মৃত অবস্থায় অন্তত ৪১টি উদ্ধার

আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৩:০১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৩:০১:০৫ অপরাহ্ন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম সংলগ্ন খালে জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে শতাধিক গরু। শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত অন্তত ৪১টি মৃত গরু উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে প্রায় ৬০টি গরু।

স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা গ্রামের পরিবেশ। ভুক্তভোগী কৃষকরা বলছেন, এই ঘটনায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শ্যামল খান জানান, “ভাটি বলাকী গ্রামের চরে খাস খাইয়ে গরু পালন করে প্রায় প্রতিটি পরিবার। খাল পাড়ি দিয়ে গরুগুলো প্রতিদিন চরে যায়, আবার ফিরে আসে। কিন্তু হঠাৎ করে জোয়ারের পানি ও কচুরিপানার চাপ এত বেশি ছিল যে, শতাধিক গরু একসঙ্গে ভেসে যায়।”

ভুক্তভোগী কৃষক মহসিন বলেন, “এমন কিছু হবে তা কল্পনাও করিনি। আমার চারটি গরু হারিয়ে গেছে। এখন আমি নিঃস্ব।” এ সময় তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

গ্রামের আরেক কৃষক আবু তালেব সুজন খান জানান, “ভাটি বলাকী গ্রামের প্রায় ২৫-৩০টি পরিবারের পাঁচ শতাধিক গরু রয়েছে। বিকেলে ঘাস খেয়ে ফিরে আসার সময়ই এই বিপর্যয় ঘটে।”

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, “বিষয়টি শুনেছি। স্থানীয় ইউপি সদস্যকে খোঁজখবর নিতে বলেছি।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখছি। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আছি।”

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, “এখন পর্যন্ত ৩৬টি মৃত গরু উদ্ধারের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যতটা সম্ভব সহায়তা করা হবে।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv