
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কাজের সন্ধানে দিল্লি গিয়ে ফেরার সময় তারা বিএসএফের হাতে আটক হন। পরে বিজিবি তাদের পরিবারের কাছে ফেরত দেয়।
শুক্রবার (২৩ মে) রাত ১টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফের পক্ষে ০৩ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এই বৈঠকে নেতৃত্ব দেন।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএসএফ আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৮ জন নারী ও ৮ জন শিশুকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে পরিচয় নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে ফেরত দেয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে কিছু নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করার চেষ্টা চলছে এমন খবর পেয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বিএসএফকে কঠোর বার্তা দেন। এতে জানানো হয়, প্রকৃত বাংলাদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রহণ করা হবে না এবং কোনোভাবেই অননুমোদিতভাবে কাউকে ঢুকতে দেয়া হবে না।
এর পর বিএসএফ ২৪ জনের একটি তালিকা পাঠায়, যাদের মধ্যে নারী, শিশু ও পুরুষ সমান সংখ্যক। যাচাই-বাছাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, “যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে ফেরত নেওয়া হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
শুক্রবার (২৩ মে) রাত ১টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফের পক্ষে ০৩ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এই বৈঠকে নেতৃত্ব দেন।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএসএফ আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৮ জন নারী ও ৮ জন শিশুকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে পরিচয় নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে ফেরত দেয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে কিছু নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করার চেষ্টা চলছে এমন খবর পেয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বিএসএফকে কঠোর বার্তা দেন। এতে জানানো হয়, প্রকৃত বাংলাদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রহণ করা হবে না এবং কোনোভাবেই অননুমোদিতভাবে কাউকে ঢুকতে দেয়া হবে না।
এর পর বিএসএফ ২৪ জনের একটি তালিকা পাঠায়, যাদের মধ্যে নারী, শিশু ও পুরুষ সমান সংখ্যক। যাচাই-বাছাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, “যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে ফেরত নেওয়া হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”