সুদসহ অক্ষয়কে পারিশ্রমিক ফিরিয়ে দিলেন পরেশ রাওয়াল

আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৫:৩১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৫:৪২:৫৫ অপরাহ্ন
‘বাবু রাও’ চরিত্রে আর দেখা যাবে না পরেশ রাওয়ালকে—এই খবরে ভেঙে পড়েছেন ‘হেরা ফেরি’ ভক্তরা। জনপ্রিয় এই চরিত্র থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থেকেছেন প্রবীণ অভিনেতা। নির্মাতাদের সঙ্গে মতের অমিলের জেরেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন তিনি নিজেই।

পরেশ রাওয়াল 'হেরা ফেরি ৩'–তে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ১৫ কোটি টাকা পেতেন। কিন্তু মাঝপথে সিনেমা থেকে বেরিয়ে যাওয়ায় আইনি জটিলতায় পড়তে হয়েছে তাকে। খবর অনুযায়ী, অক্ষয় কুমারের টিম থেকে তার নামে ২৫ কোটি টাকার একটি আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশের কারণ, প্রোজেক্ট ছেড়ে দেওয়ার ফলে প্রোডাকশন হাউজ আর্থিক ক্ষতি এবং শিডিউল জটিলতায় পড়েছে। এর পরিপ্রেক্ষিতে পরেশ রাওয়াল ১১ লাখ টাকার অগ্রিম পারিশ্রমিক ১৫ শতাংশ সুদসহ ফেরত দিয়েছেন।

পরিচালক প্রিয়দর্শন জানান, “আমরা পরেশজিকে নিয়ে একটা প্রোমোও শুট করেছিলাম। হঠাৎ করেই তিনি যোগাযোগ বন্ধ করে দেন। আমরা মিডিয়ার মাধ্যমেই বিষয়টি জানতে পারি।”

অন্যদিকে, সহ-অভিনেতা সুনীল শেঠি এই ঘটনাকে বলেছেন “একটা বড়সড় ধাক্কা।” তিনি বলেন, “আমি আমার ছেলে-মেয়ে আথিয়া ও আহানের কাছ থেকে প্রথম শুনি। আমরা কিছুই জানতাম না।”

রাজু (অক্ষয় কুমার), ঘনশ্যাম (সুনীল শেঠি) ও বাবুভাইয়া (পরেশ রাওয়াল)—এই ত্রয়ীকে ঘিরে গড়ে উঠেছিল ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত 'হেরা ফেরি' এবং ২০০৬ সালের 'ফির হেরা ফেরি' আজও দর্শকের মুখে হাসি ফোটায়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv