সালমানের বাসায় ঢুকতে পারবেন না তারকারাও, লাগবে বিশেষ অনুমতি

আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৬:০৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৬:০৩:২২ অপরাহ্ন
বলিউড ভাইজান সালমান খানের ওপর প্রাণনাশের হুমকি গত বছর থেকে দেখা যাচ্ছে। গত বছর এপ্রিলে সালমান খানের অ্যাপার্টমেন্টের জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এর পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত ছিল বলে প্রমাণ পায় পুলিশ। এরপর নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয় অভিনেতার।সম্প্রতি নিরাপত্তা বলয় টপকে সালমান খানের বাংলোয় দুই বহিরাগতের প্রবেশ নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের বাসায় আরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলল মুম্বাই পুলিশ।





গত সোমবার এবং মঙ্গলবার পর পর দুইদিন সালমান খানের বাড়িতে ঢোকার চেষ্টা করেন দুই অনুপ্রবেশকারী। প্রথম ঘটনা গত সোমবারের। সেদিন এক নারী ভক্ত কাকভোরে ভাইজানের বাড়িতে ঢুকে পড়েন। ৩২ বছরের সেই নারীর নাম ইশা ছাবড়া। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরেন।
 


পরে বান্দ্রা পুলিশের হাতে তুলে দেয়া হয় ওই নারীকে। পরদিন মঙ্গলবার ফের এক ব্যক্তি সকালে সালমানের গ্যালাক্সিতে ঢোকার চেষ্টা করেন। দ্রুত সালমানের নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। জিতেন্দ্র কুমার সিং নামে ওই ব্যক্তি ছত্তিশগড়ের বাসিন্দা। মুম্বাই পুলিশ দুজনকেই আটক করেছে বলে খবর পাওয়া গেছে। এবার জানা গেল, সালমান খানের বাংলোয় প্রবেশ করার জন্য কড়া নিয়ম জারি করতে চলেছে পুলিশ।




বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার থেকে ভাইজানের বান্দ্রার গ্যালাক্সিতে ঢুকতে হলে দেখাতে হবে পরিচয়পত্র। এক্ষেত্রে ছাড় পাবেন না বলিউডের তারকারাও। জানা গেছে, আইডি কার্ড দেখালে তবেই বাংলোয় ঢুকতে পারবেন অতিথিরা। সোম-মঙ্গলবারের ঘটনার পরই মুম্বাই পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
 




পুলিশ সূত্রে খবর, লাগাতার অভিনেতা যেভাবে খুনের হুমকি পাচ্ছেন এবং যখন-তখন যে কেউ বাংলোয় ঢুকে পড়ছে, তাই পরিস্থিতি সামাল দিতেই আগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিয়ম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv