মাটিকে বিয়ে করলেন সংগীতশিল্পী সানি

আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৬:২৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৬:২৩:৫৮ অপরাহ্ন
তিন বছরের বন্ধুত্ব, এরপর প্রেম; অবশেষে বিয়ে করলেন সংগীতশিল্পী ও নির্মাতা আহমেদ হাসান সানি। পাত্রী নুসরাত মাটি পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নির্মাতা। গতকাল শুক্রবার ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানা গেছে। সানি গণমাধ্যমে বলেন, ‘গান থেকে সাহিত্য, সিনেমা—সব কিছুতে আমাদের মধ্যে ভীষণ মিল পেলাম।এটাই এ সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করেছে। মাটি ভীষণ মেধাবী; অনেক জানে, এটাই আমাকে বেশি আকর্ষিত করেছে।’নুসরাত মাটি ইউরোপে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন। গল্প ও চিত্রনাট্য লিখছেন, সঙ্গে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করছেন।





গেল ১৬ মে মুক্তি পেয়েছে মাটির লেখা সিনেমা ‘জয়া আর শারমিন’। সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু খান। এ ছাড়া গত বছর সনি ফিউচার ফিল্মমেকার অ্যাওয়ার্ডস লাভ করেছে মাটির নির্মিত শর্টফিল্ম ‘বিলো দ্য উইন্ডো’।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv