সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান অপপ্রচার চালাচ্ছে: জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১১:৫৮:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১১:৫৮:৩১ পূর্বাহ্ন
সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত পারভাথানেনি হরিশ। আজ (শনিবার, ২৪ মে) জাতিসংঘের অধিবেশনে তিনি এ অভিযোগ করেন।তিনি বলেন, ‘পাকিস্তান যদি সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দেয়া বন্ধ না করে তাহলে ৬৫ বছর পুরনো এই চুক্তি স্থগিত রাখা হবে।’ তিনি অভিযোগ করেন, ছয় দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান, ভারতে তিনটি যুদ্ধ এবং হাজার হাজার সন্ত্রাসী হামলা চালিয়ে এই চুক্তির চেতনা লঙ্ঘন করেছে। 





এ ছাড়া ভারতীয় এ রাষ্ট্রদূত আরও দাবি করেন, গেল ৪ দশকে বিভিন্ন সন্ত্রাসী হামলায় ভারতের ২০ হাজার নাগরিকের প্রাণ গেছে। এর জন্যেও ইসলামাবাদের দিকে আঙুল তুলেছেন তিনি। এর আগে, জাতিসংঘের অধিবেশনে সিন্ধু চুক্তি ইস্যুতে পাকিস্তানের প্রতিনিধি অভিযোগ করে বলেছিলেন, ‘যে পানি মানুষের জীবন বাঁচায়, সেই পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে নয়াদিল্লি।’


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv