হজযাত্রায় সাগরপথে পাঁচ ব্রিটিশ যুবক, পাড়ি দেবেন সাড়ে ৭ হাজার কিলোমিটার পথ

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৩৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৩৬:১১ অপরাহ্ন
হজ পালনে যুক্তরাজ্য থেকে সৌদি আরবের উদ্দেশে পালতোলা নৌকায় যাত্রা করছেন পাঁচ ব্রিটিশ অভিযাত্রীর দল। নৌযান চালানোর পূর্ব অভিজ্ঞতা না থাকলেও, নানা প্রতিকূলতায় পাড়ি দিচ্ছেন প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার পথ। চলতি সপ্তাহেই মক্কায় ভিড়বে দুঃসাহসী হজযাত্রীদের সেই নৌকা। ফিলিস্তিনিসহ বিশ্বের অসহায় এতিম শিশুদের সহায়তায় তহবিল জোগাড়ে এই কঠিন পথ বেছে নেন তারা।





ফিলিস্তিনসহ বিশ্বের অসহায় এতিম শিশুদের সহায়তায় জোগাড় করতে হবে অর্থ। এর জন্য হজ পালনে ঝুঁকির পথ বেছে নেন পাঁচ ব্রিটিশ নাগরিক। তহবিল সংগ্রহে মানুষের নজর কাড়তে উত্তাল সাগরপথে পালতোলা নৌকা নিয়ে সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু নৌযান চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই কারও, আছে কেবল অদম্য ইচ্ছা শক্তি।




যেই চিন্তা সেই কাজ! ভিডিও বার্তায় বিশ্ববাসীকে আহ্বান জানান, এতিম শিশুদের সহায়তায় তাদের তহবিলে দান করার। এরপর পহেলা এপ্রিল হজের উদ্দেশে ইংলিশ চ্যানেল থেকে শুরু হয় পাঁচ অভিযাত্রীর দুঃসাহসী হজযাত্রা। যুক্তরাজ্য থেকে সৌদি আরবের সাত হাজার ৪০০ কিলোমিটারের নৌরুটে স্বপ্নযাত্রার মাহেন্দ্রক্ষণে আনন্দে ফেটে পরেন একেকজন।





চলতি মাসের শেষ নাগাদ তাদের পালতোলা নৌকা সৌদি আরবে ভিড়বে বলে বার্তা দিয়েছেন তারা। যেই খবর তুলে ধরেছে আরব নিউজসহ বিভিন্ন গণমাধ্যম। এমনকি পাঁচ অভিযাত্রী সামাজিক মাধ্যমেও তুলে ধরছেন নিজেদের চলার পথের চ্যালেঞ্জের গল্প।বৈরি আবহাওয়া, ঝড়ো হাওয়া এবং নৌকা ছিদ্র হওয়াসহ বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে ২৭ থেকে ৪৭ বছর বয়সী হজযাত্রীদের। জানান, দুঃসাহসী এ হজযাত্রার আগে নৌযান পরিচালনায় প্রশিক্ষণ নিতে হয়েছে ছয় মাস।এরইমধ্যে তাদের মানবিক সহায়তা ফান্ডে জমা পড়েছে দুই লাখ পাউন্ড বা আড়াই লাখ ডলারের বেশি অর্থ। যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অসহায় বিবেচনায় ফিলিস্তিন, লেবানন, পাকিস্তান, উগান্ডাসহ বিভিন্ন দেশের এতিম শিশুদের মাঝে বিতরণ করবেন তারা।




মানবিক সহায়তায় ঝুঁকির এ ভ্রমণের মধ্য দিয়ে ইসলাম এবং হজযাত্রার আসল সৌন্দর্য বিশ্বে ছড়িয়ে দিতে পারায় উচ্ছ্বসিত পাঁচ ব্রিটিশ হজযাত্রী।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv