
বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যয়ের মুখে পড়ে ফ্রান্সে অনুষ্ঠিত ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষদিন। ব্যাহত হয় চলচ্চিত্র প্রদর্শনী। এতে বিশৃঙ্খলা দেখা দেয় গণপরিবহন, ইন্টারনেট সেবা এবং বিভিন্ন কফি শপ ও রেস্তোরাঁয়। বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাকে নাশকতা বলছে শহর কর্তৃপক্ষ।ফ্রান্সের দক্ষিণাঞ্চলজুড়ে হুট করেই দেখা দেয় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎবিহীন হয়ে পড়ে দেড় লাখের বেশি বাড়ি। বিরূপ প্রভাব পড়ে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবেও। কান শহরের পশ্চিমাঞ্চলের একটি সাবস্টেশনে আগুন লাগার পর শনিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট।
বিদ্যুৎ বিপর্যয়ে কান চলচ্চিত্র উৎসবে দেখা দেয় বিশৃঙ্খলা। বিশেষ করে রেস্তোরাঁগুলোতে বন্ধ হয়ে যায় রান্নাবান্না, অকেজো হয়ে পড়ে কফি মেশিন। বিপাকে পড়ে আইসক্রিম পার্লারগুলো। এছাড়া, এটিএম বুথ অকার্যকর হয়ে পড়ায় লেনদেন নিয়ে বিপাকে পড়েন আগত অতিথিরা।অতিথিদের মধ্যে একজন বলেন, ‘পুরো কান শহরে হাহাকার চলছে। কোথাও কফি নেই, খাবার নেই। রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে যায়।’অন্য একজন বলেন, ‘আমরা কোনো কাজই করতে পারিনি। কার্ডে পেমেন্ট বন্ধ। সবার কাছে নগদ অর্থ নেয়া হচ্ছে।’
কানে অংশ নেয়াদের মধ্যে একজনে বলেন, ‘সকাল থেকেই বাসায় বিদ্যুৎ ছিল না। রেডিও বন্ধ, ওভেন চলছিল না। বাসিন্দাদের মধ্যে অস্থিরতা শুরু হয়।’