সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা আম্বানির

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৫:৫৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৫:৫৭:৪৬ অপরাহ্ন
ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাত রাজ্যে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ভারতীয় শিল্পপতি ও রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

শুক্রবার (২৩ মে) নয়াদিল্লিতে ‘রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিট’-এ অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি। সেদিন সেভেন সিস্টার্স অঞ্চলে বিনিয়োগ বাড়ানো এবং বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন তিনি।

মুকেশ আম্বানি বলেন, “গত চার দশকে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যে ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে রিলায়েন্স। এবার আরও ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করা হবে আগামী পাঁচ বছরে। আমরা এই অঞ্চলকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

রিলায়েন্স সূত্র জানিয়েছে, বিদ্যুৎ খাত, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন, এবং শত শত কারখানা গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারে জোর দেওয়া হবে। জমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, রিলায়েন্সের এই নতুন ঘোষণার সঙ্গে সাম্প্রতিক একটি বিষয়ও নতুন করে আলোচনায় এসেছে। কয়েক মাস আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ‘সেভেন সিস্টার্স’ ও বাংলাদেশের সমন্বয়ে একটি বাণিজ্যিক হাব গঠনের প্রস্তাব চীনের কাছে উপস্থাপন করেছিলেন। ওই ঘটনার পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।

উল্লেখ্য, ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাত রাজ্য—আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সমষ্টিগতভাবে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়। এই অঞ্চল ভৌগলিকভাবে মূল ভারতের সঙ্গে কিছুটা বিচ্ছিন্ন এবং দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। তবে গত দুই দশকে সেখানে অনেকটাই স্থিতিশীলতা ফিরে এসেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv