আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করল রিয়াল মাদ্রিদ

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৬:১৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৬:১৩:০০ অপরাহ্ন
সবকিছুই ছিল আগে থেকে ঠিকঠাক। গোটা ফুটবল দুনিয়া জানতো যেটা, সেটাই এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল রিয়াল মাদ্রিদ। ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটির নতুন কোচ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জাবি আলোনসোর।

রবিবার (২৫ মে) ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বছরের চুক্তিতে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। ২০২৫ সালের ১ জুন থেকে শুরু হয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত চলবে তার কোচিং মেয়াদ।

আগামীকাল, ২৬ মে স্থানীয় সময় দুপুর ১২টায় রিয়াল মাদ্রিদ সিটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে জাবিকে ক্লাবের নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এর আগে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন তিনি।

রিয়ালের হয়ে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ২৩৬টি ম্যাচ খেলেছেন জাবি। ক্লাবটির হয়ে জিতেছেন ৬টি শিরোপা, যার মধ্যে সবচেয়ে স্মরণীয় ২০১৪ সালের ‘লা দেসিমা’ (দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা)। আছে আরও একটি লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের ট্রফি। জাতীয় দলের জার্সিতে আছেন ২০১০ বিশ্বকাপ, ২০০৮ এবং ২০১২ ইউরো জয়ের মতো ঐতিহাসিক অর্জনের অংশ।

কোচিং ক্যারিয়ারের সূচনাও রিয়াল মাদ্রিদের যুবদল দিয়ে। ২০১৮-১৯ মৌসুমে বয়সভিত্তিক দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর পাড়ি জমান জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে। সেখানে ক্লাব ইতিহাসে প্রথমবার বুন্দেসলিগা জিতে ইতিহাস গড়েন। এবার ফিরছেন নিজের পুরনো ঘরে, লস ব্লাঙ্কোসদের নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv