হাজতখানার বাথরুমে পড়ে মাথা ফেটেছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের

আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:২০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:২০:৩৬ অপরাহ্ন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় আদালতে হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার (২৬ মে) আদালত চত্বরে এই ঘটনা ঘটে।

পড়ে গিয়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি এবং রক্তাক্ত অবস্থায় হাজতখানায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশের সহায়তায় প্রিজন ভ্যানে করে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট নাসিম মাহমুদ। তিনি জানান, “গত নভেম্বর থেকে কামরুল ইসলাম জেলহাজতে আছেন। এ সময়ের মধ্যে তাঁর ওজন হ্রাস পেয়েছে, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত, এমনকি পাকস্থলীর ক্যানসারে ভুগছেন। আজ তিনি টয়লেটে পড়ে গিয়ে মাথায় ব্যথা পান এবং তা থেকে রক্তক্ষরণ হয়। পরে হাজতখানায় ব্যান্ডেজ করে তাকে কারাগারের হাসপাতালে পাঠানো হয়েছে।”

সাবেক এই মন্ত্রীর অসুস্থতা ও আদালত প্রাঙ্গণে এমন দুর্ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করছেন তার স্বজন ও আইনজীবীরা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv