পুতিনের হেলিকপ্টারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৩:২০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৩:২০:০৬ অপরাহ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ইউক্রেন একটি হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, গত ২০ মে কুরস্ক অঞ্চলে পুতিনের সফরের সময় ইউক্রেনের একটি ড্রোন তার হেলিকপ্টারের রুটে হামলার চেষ্টা চালায়।

সোমবার (২৬ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রুশ বার্তা সংস্থা আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন জানান, “ড্রোনটি যখন প্রেসিডেন্টের হেলিকপ্টারের উড্ডয়নের পথে আসে, তখনই আমাদের প্রতিরক্ষা বাহিনী সেটিকে ধ্বংস করে। এটি একটি পরিকল্পিত হামলার অংশ ছিল।”

তিনি জানান, ২০ মে থেকে ২২ মে পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এসময়ে মোট ১,১৭০টি ড্রোন প্রতিহত করে রুশ প্রতিরক্ষা বাহিনী। শুধু ২০ মে কুরস্ক অঞ্চলে ৪৬টি ড্রোন গুলি করে নামানো হয় বলে দাবি করেন তিনি।

দাশকিন আরও বলেন, “পুতিনের উড়ান চলাকালীন হামলার মাত্রা অনেক বেড়ে যায়। আমাদের একদিকে ড্রোন প্রতিহত করতে হচ্ছিল, অন্যদিকে রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছিল।”

প্রেসিডেন্ট পুতিন ওই সপ্তাহে কুরস্ক সফর করেন, যা ছিল মার্চ মাসের পর তার প্রথম এই অঞ্চলে যাত্রা। হামলার ঘটনায় কেউ হতাহত না হলেও, এটি ইউক্রেনের ড্রোন প্রযুক্তির কার্যকারিতা এবং কৌশল নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

রাশিয়ার কর্মকর্তারা বর্তমানে তদন্ত করছেন এটি আসলেই একটি সরাসরি হত্যা প্রচেষ্টা ছিল কিনা, নাকি ইউক্রেনের তরফে একটি মানসিক চাপ সৃষ্টির কৌশল। ইউক্রেনীয় পক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv