মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে : সেনাসদর

আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৪:৪২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৪:৪২:০৯ অপরাহ্ন
যেকোনো ধরনের মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মো. শফিকুল ইসলাম। আজ সোমবার (২৬ মে) সেনাসদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে— এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।” তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সবার মধ্যে সম্যক ধারণা দিতেই এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জানমাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাপ্রধানের নির্দেশনায় সেনাবাহিনী চরাঞ্চলসহ দেশের ৬২টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। এসব এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ভবিষ্যতে কেউ জানমালের ক্ষতি, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে জড়াতে চাইলে সেনাবাহিনী তা প্রতিহত করতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বিদেশি কূটনৈতিক প্রতিনিধি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতের কাজেও সেনাবাহিনী সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv