মিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০১:২৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০১:২৮:৩৫ অপরাহ্ন
রাজধানীর মিরপুরে দিনের আলোয় গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মাহমূদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর স্টেডিয়ামের পাশের আব্দুল বাতেন সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

আহত মাহমুদুল ইসলাম জানান, তিনি বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থিত তার মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত এসে তার পথরোধ করে। তারা টাকার দাবি জানালে তিনি বাধা দিলে একজন দুর্বৃত্ত তার কোমরের বাঁ পাশে গুলি করে। এরপর তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেয়। পরে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, “আমরা গুলিবিদ্ধ একজন ব্যবসায়ীর বিষয়ে জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তে কাজ চলছে।”

তিনি আরও জানান, আহত ব্যবসায়ীর স্বজনরা জানিয়েছেন তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাই হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv