গাজার ৯৫% এর বেশি কৃষিজমি এখন অকার্যকর: জাতিসংঘ

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০২:৪৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০২:৪৪:১৫ অপরাহ্ন
গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান ও দীর্ঘমেয়াদি অবরোধের কারণে অঞ্চলটির ৯৫ শতাংশের বেশি কৃষিজমি এখন চাষের অযোগ্য হয়ে পড়েছে—জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। এতে মারাত্মক খাদ্য সংকটে পড়েছেন প্রায় ২২ লাখ গাজাবাসী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আল-হাবাশ বলেন,
“গাজার মাটি এখন যুদ্ধের অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরণের ফলে মারাত্মকভাবে দূষিত। এই অঞ্চল শুধু বর্তমান নয়, আগামী প্রজন্মের জন্যও খাদ্য উৎপাদনে অক্ষম হয়ে গেছে।”

তিনি আরও সতর্ক করেন, কৃষিজমি পুনরুদ্ধারে সময় লাগবে অন্তত ১০ থেকে ১৫ বছর—তাও যদি যুদ্ধ এখনই থেমে যায়। অথচ গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

বর্তমানে অঞ্চলটির স্বাধীন খাদ্য উৎপাদন ব্যবস্থা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কৃষি, মাছ ধরা ও পশুপালন বন্ধ হয়ে যাওয়ায় গাজাবাসী এখন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

জাতিসংঘের এই প্রতিবেদন শুধু গাজার মানবিক সংকট নয়, বরং ভবিষ্যৎ এক 'অদেখা দুর্ভিক্ষ'-এর আশঙ্কাও উত্থাপন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv