স্ত্রীর হাতে চড় খাওয়ার দৃশ্যের ব্যাখ্যা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০২:৪৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০২:৪৯:৩৫ অপরাহ্ন
সম্প্রতি স্ত্রীর হাতে চড় খাওয়ার বিষয়টি ‘গুরুতর ঝগড়া’ নয়, বরং স্বামী-স্ত্রীর খুনসুটি—এভাবেই ব্যাখ্যা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সোমবার (২৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

রাষ্ট্রীয় সফরে ভিয়েতনাম পৌঁছানোর পরপরই এ ঘটনা ঘটে। বিমান থেকে নামার সময়, উড়োজাহাজের দরজা খোলার সঙ্গে সঙ্গে লাল পোশাক পরা এক নারী ম্যাকরনের গালে চড় মারেন। মুহূর্তটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই বিস্মিত হন। পরে জানা যায়, ওই নারী আর কেউ নন—প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিত ম্যাকরন।

ভিডিওতে দেখা যায়, চড় খাওয়ার পরপরই কিছুটা অপ্রস্তুত হয়ে আবার বিমানের ভেতরে ফিরে যান প্রেসিডেন্ট। পরে তারা দুজন একসঙ্গে বের হয়ে আসেন। এরপর ক্যামেরার দিকে হাত নাড়েন, হাস্যোজ্জ্বলভাবে করমর্দন করেন উপস্থিত ব্যক্তিদের সঙ্গে।

পরে ঘটনার ব্যাখ্যায় ম্যাকরন হালকা ঠাট্টার সুরে বলেন,
“এটি কোনো বৈশ্বিক বিপর্যয় নয়। স্ত্রীর সাথে রসিকতার মুহূর্ত ছিল এটা। আমাদের মাঝে মাঝে এমন খুনসুটি হয়।”

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ একে মজার খুনসুটি হিসেবে দেখলেও, অনেকেই বলছেন—রাষ্ট্রপ্রধানের এমন মুহূর্ত জনসম্মুখে ঘটলে সেটি কূটনৈতিক প্রটোকলের দিক থেকেও বিবেচ্য বিষয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv