নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৪:১৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৪:১৬:৩০ অপরাহ্ন
সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও অর্থায়নে পঞ্চম প্রজন্মের নতুন একটি স্টেলথ যুদ্ধবিমান নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পটি গৃহীত হয়েছে ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট’ (এএমসিএ) নামের একটি বৃহৎ কর্মসূচির আওতায়।

সোমবার (২৬ মে) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, “ভারতের আকাশসীমা রক্ষায় ও প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।” প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১৫ হাজার কোটি রুপি।

নতুন এই যুদ্ধবিমানটি হবে ভারতের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গভাবে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। স্টেলথ প্রযুক্তি থাকায় এটি রাডারে ধরা পড়বে না এবং নিঃশব্দে উড্ডয়ন করতে পারবে—যা আধুনিক যুদ্ধক্ষেত্রে বাড়তি সুবিধা প্রদান করবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রকল্পকে 'সামরিক খাতে একটি মাইলফলক' হিসেবে উল্লেখ করে বলেছে, "এই উদ্যোগ ভারতের আত্মনির্ভর সামরিক কৌশলের অংশ। ভবিষ্যৎ প্রতিরক্ষা চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

উল্লেখ্য, ভারতের প্রথম নিজস্ব অর্থায়নে নির্মিত যুদ্ধবিমান 'তেজস' তৈরি হয়েছিল ২০১৬ সালে। সেটিও এএমসিএ প্রকল্পের আওতায় নির্মিত। তবে নতুন প্রজন্মের এই যুদ্ধবিমানটি আরও উন্নত প্রযুক্তি ও গতিবেগে সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত যুদ্ধবিমান এফ-২২ র‌্যাপ্টরকেও যেটি ঘণ্টায় ২,০৭৭ কিমি গতিতে উড়তে সক্ষম—সাধারণ মানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। সেই প্রেক্ষাপটে ভারতের আসন্ন যুদ্ধবিমানকে ‘উন্নততর’ হিসেবে আখ্যায়িত করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

সূত্র : এনডিটিভি


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv