ছোট ছেলের বিয়ের খবর দিলেন আসিফ

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৩৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৩৯:০৬ অপরাহ্ন
বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই ছেলে-মেয়েদের দ্রুত বিয়ে দেওয়ার পক্ষে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার বাবা-মায়েদের প্রতি সন্তানদের ‘ঠিক সময়ে’ বিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে এসেছেন তিনি।

তবে কেবল আহ্বানেই থেমে থাকেননি এই গায়ক। নিজের সন্তানদের ক্ষেত্রেও সেই সচেতনতার পরিচয় দিয়েছেন। বছর তিনেক আগেই বড় ছেলে শাফকাত আসিফ রণ'র বিয়ে দিয়েছিলেন তিনি। এবার জানালেন ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র’র বিয়ের খবর।

গত জানুয়ারিতেই রুদ্রর বাগদান সম্পন্ন হয়েছে। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি আসিফ। মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফেসবুকে ছেলের দুইটি ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে খবরটি জানান।

আসিফ লেখেন, “আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। একটু ভুলে যাওয়ার রোগ আছে, তবে ইউনিক একটা ছেলে। মূহুর্তেই মানুষের ভালোবাসা অর্জনের বিরল যোগ্যতা তার আছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে এখন বিজনেস শেখার চেষ্টা করছে। সে ভালো ফুটবলারও, তবে ক্যারিয়ারটা সেদিকে যায়নি।”

এরপর ছেলের বিয়ের প্রসঙ্গে আসিফ বলেন, “রুদ্র ২৬ বছরে পা দিল আজ। এটাই তার শেষ স্বাধীন বসন্ত। আগামী ডিসেম্বরেই সে শহীদ হতে যাচ্ছে!” — এমন ব্যতিক্রমী ভঙ্গিতে ছেলের বিয়ের খবর জানিয়ে তিনি বলেন, “বিয়েশাদির সব আয়োজন সম্পন্ন। বাগদান হয়েছে জানুয়ারিতে, তবে তখন বিষয়টি জানানোর অনুমতি ছিল না। এবার গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা। এর বেশি কিছু বলা যাচ্ছে না।”

সবশেষে ছেলের জন্মদিন ও আগামীর জীবনের জন্য সবার দোয়া চেয়ে আসিফ লিখেছেন, “আজ রুদ্রর শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম...।”

উল্লেখ্য, আসিফ আকবর সংগীত জগতে যেমন পরিচিত, তেমনি একজন দায়িত্বশীল পিতা হিসেবেও তিনি বারবার আলোচনায় আসেন। সন্তানদের জীবন গঠন, শিক্ষা, এবং সংসার জীবনের জন্য প্রস্তুত করার ব্যাপারে তার সোচ্চার অবস্থান সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে বারবার।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv