মেজর লিগ সকার (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রোববার (১০ নভেম্বর) ভোরে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৩-২ গোলে আটলান্টা ইউনাইটেডের কাছে পরাজিত হয় মায়ামি। যদিও ম্যাচে একটি গোল করেছিলেন মেসি, তবে তা যথেষ্ট হয়নি পরের রাউন্ডে পৌঁছানোর জন্য।
প্লে-অফের তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ইন্টার মায়ামি ২-১ গোলে জয় পেয়েছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে আটলান্টা ২-১ গোলে জয়ী হয়। ফলে তৃতীয় ম্যাচটি নির্ধারণী হয়ে দাঁড়ায়।
ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে মায়ামি এগিয়ে গেলেও দ্রুতই আটলান্টা ইউনাইটেড ফিরে আসে। মাত্র তিন মিনিটের ব্যবধানে সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে দুইটি গোল করে আটলান্টাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পর মায়ামি কোচ তিনটি বদল আনেন এবং এর ফলস্বরূপ, ৬৫ মিনিটে মেসি মাথা ছুঁয়ে একটি গোল করে ম্যাচে সমতা ফেরান।
কিন্তু ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোল মায়ামির স্বপ্নকে একেবারেই ভেঙে দেয়। শেষ পর্যন্ত আর কোনো গোল শোধ করতে না পারায় মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামি প্লে-অফ থেকে ছিটকে পড়ে।
এদিকে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে আটলান্টা ইউনাইটেডের প্রতিপক্ষ হবে অরল্যান্ডো সিটি।
প্লে-অফের তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ইন্টার মায়ামি ২-১ গোলে জয় পেয়েছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে আটলান্টা ২-১ গোলে জয়ী হয়। ফলে তৃতীয় ম্যাচটি নির্ধারণী হয়ে দাঁড়ায়।
ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে মায়ামি এগিয়ে গেলেও দ্রুতই আটলান্টা ইউনাইটেড ফিরে আসে। মাত্র তিন মিনিটের ব্যবধানে সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে দুইটি গোল করে আটলান্টাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পর মায়ামি কোচ তিনটি বদল আনেন এবং এর ফলস্বরূপ, ৬৫ মিনিটে মেসি মাথা ছুঁয়ে একটি গোল করে ম্যাচে সমতা ফেরান।
কিন্তু ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোল মায়ামির স্বপ্নকে একেবারেই ভেঙে দেয়। শেষ পর্যন্ত আর কোনো গোল শোধ করতে না পারায় মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামি প্লে-অফ থেকে ছিটকে পড়ে।
এদিকে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে আটলান্টা ইউনাইটেডের প্রতিপক্ষ হবে অরল্যান্ডো সিটি।