অঙ্গরাজ্য হতে রাজি হলে কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ দিবেন ট্রাম্প

আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৫:৪০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৭:৪১:২০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে চাইলে কানাডাকে ৬১ বিলিয়ন ডলার খরচ করতে হবে—অথবা বিনা মূল্যে এই সুবিধা নিতে হলে তাদের যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়া লাগবে। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৭ মে) ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি কানাডাকে বলেছি—যদি তারা আলাদা কিন্তু অসম রাষ্ট্র হিসেবে থেকে এই পরিষেবা নিতে চায়, তাহলে তাদের ৬১ বিলিয়ন ডলার গুনতে হবে। তবে যদি তারা আমাদের প্রিয় ৫১তম স্টেট হয়ে যায়, তাহলে খরচ হবে শূন্য ডলার।” খবর বিজনেস ইনসাইডারের।

এই টাকার অঙ্ক কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে ট্রাম্পের টিম কোনো ব্যাখ্যা দেয়নি। কানাডার পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া এখনো আসেনি।

২০ মে ট্রাম্প ঘোষিত ‘গোল্ডেন ডোম’ প্রকল্পটি মূলত মহাকাশে বসানো হবে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষ হামলার প্রস্তুতি নেওয়ার আগেই তাদের আঘাত শনাক্ত ও ধ্বংস করতে পারবে। ট্রাম্প জানিয়েছেন, এটি তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে এবং এর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭৫ বিলিয়ন ডলার।

তবে ট্রাম্পের প্রস্তাব সাফ প্রত্যাখ্যান করেছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ৬ মে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, “কিছু জায়গা আছে, যেগুলো কখনো বিক্রি হয় না। কানাডা বিক্রির জন্য নয়, আর কখনো হবে না।”

বৈঠকে ট্রাম্পও আংশিকভাবে স্বীকার করে বলেন, “বেশ কিছু জায়গা সত্যিই বিক্রির নয়।” যদিও তিনি একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যোগ করেন, “কখনো না বলো না।”

উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে টানাপড়েনের শুরু ৪ মার্চ থেকে, যখন তিনি কানাডার ওপর ২৫% শুল্ক আরোপ করেন। এর পাল্টা জবাবে কানাডা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করে এবং একাধিক প্রদেশে আমদানি নিষিদ্ধ করে দেয় মার্কিন মদ্যপান দ্রব্য।

১৭ মে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে কানাডার অর্থমন্ত্রী জানান, প্রতিক্রিয়াস্বরূপ আরোপ করা ৬০ বিলিয়ন ডলারের শুল্কের মধ্যে ৭০ শতাংশ এখনো কার্যকর রয়েছে। তার ভাষায়, “যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে কানাডা তার ইতিহাসের বৃহত্তম পাল্টা ব্যবস্থা নিয়েছে।”

কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ প্রস্তাব নতুন বিতর্কের জন্ম দিয়েছে—যেখানে প্রতিরক্ষা প্রযুক্তির আড়ালে লুকিয়ে রয়েছে আঞ্চলিক আধিপত্যের নতুন সমীকরণ।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv