জামায়াত-শিবিরের ‘মুনাফেকি চরিত্র’ মানুষ প্রত্যাখ্যান করেছে: যুবদল সভাপতি

আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৩:০৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৩:০৪:২৪ অপরাহ্ন
জামায়াত-শিবিরের ‘মুনাফেকি চরিত্র’ দেশের মানুষ ভালোভাবেই বুঝে ফেলেছে— এজন্যই তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোনায়েম মুন্না বলেন, “ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের তরুণ সমাজ তার জবাব দেবে। দেশের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র রুখে দিতে হলে গণতান্ত্রিক নির্বাচনের বিকল্প নেই।”

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করে বলেন, “৫ আগস্টের পর থেকে ছাত্রশিবির ক্যাম্পাস দখলের রাজনীতি শুরু করেছে। তারা গুপ্তচর রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে।”


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com