ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার, কেরালায় সংক্রমণ সর্বোচ্চ

আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৩:২২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৩:২২:০৫ অপরাহ্ন
ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেলো কয়েক দিনে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে দুই হাজারেরও বেশি মানুষ। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭১০ জনে। এর মধ্যে শুধু কেরালাতেই শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৭ জন। এছাড়া গত কয়েক দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের।

কেরালার পর সর্বাধিক সংক্রমণ দেখা গেছে মহারাষ্ট্রে (৪২৪), দিল্লিতে (২৯৪), গুজরাটে (২২৩), তামিলনাড়ু ও কর্ণাটকে (প্রত্যেকটি ১৪৮ জন), এবং পশ্চিমবঙ্গে (১১৬ জন)।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে শনাক্ত হওয়া অনেক রোগীর শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট NB.1.8.1। এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

মৃত্যুর সংখ্যাও বাড়ছে। মহারাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত চারজন, কেরালায় দুইজন এবং কর্ণাটকে একজন।

এই পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় সরকার সব রাজ্যকে সতর্কতা জারি করেছে। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুত রাখার তাগিদ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদিও নতুন ভ্যারিয়েন্টে অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু, তবুও সচেতন না হলে সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে। তাই আতঙ্ক নয়, প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv