অভিনব পন্থায় আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, ফিরেছেন মেসি

আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:০০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:০০:১২ অপরাহ্ন
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাকা করে ফেলেছে আগেই। তবুও বাছাইপর্বের শেষ দুই ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে এবার খেলোয়াড়দের নাম ঘোষণার ধরনে আনলো ব্যতিক্রমী ছোঁয়া।

গত মার্চে আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা শহরে ভয়াবহ বন্যায় প্রাণ হারায় ১৬ জন। ঘরবাড়িহীন হন হাজারো মানুষ। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এবার স্কোয়াড ঘোষণা করেছে সেই শহরের সাধারণ মানুষ। কোনো তারকা বা ধারাভাষ্যকার নয়, বরং নানা বয়স ও পেশার মানুষদের মুখেই উঠে আসে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি, মারিয়ানো ট্রয়লো
রক্ষণভাগ: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মোলিনা, লিয়েনার্দো বালের্দি, ভ্যালেন্টিন বার্কো, জন ফয়েথ, কেভিন লেমোনাকো, নিকোলাস তালিয়াফিকো, ফাকুন্দো মেদিনা
মধ্যমাঠ: লিয়েন্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, এনজো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিওস, থিয়েগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো
আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জিউলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস

আগামী ৬ জুন চিলির মাঠে ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে খেলতে নামবে আর্জেন্টিনা। আর ১১ জুন নিজেদের ঘরের মাঠ বুয়েন্স এইরেসের মাস মনুমেন্তালে লড়বে কলম্বিয়ার বিপক্ষে।

বিশ্বকাপ নিশ্চিত হলেও নিজেদের ছন্দ ঠিক রাখতে কোনো ছাড় দিতে নারাজ আলবিসেলেস্তেরা। এমন ভিন্নধর্মী উপায়ে স্কোয়াড ঘোষণা যেন জানান দেয়, মাঠের বাইরের দায়িত্ববোধেও তারা সমান সচেতন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv