যুদ্ধে নতুন মোড়

এবার ইউক্রেনীয় ড্রোনের বিশাল বহর আকাশেই গুঁড়িয়ে দিলো রাশিয়া

আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৩:০০:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৩:০০:০২ অপরাহ্ন
চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ইউক্রেন ১৬২টি ড্রোন ব্যবহার করেছে, যেগুলো রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

সোমবার (২ জুন) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, রবিবার রাত ১৭১০ জিএমটি থেকে ২৩৩০ জিএমটি পর্যন্ত ইউক্রেনীয় ড্রোনগুলো বিভিন্ন অঞ্চলে ঢোকার চেষ্টা করে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ড্রোনগুলো প্রতিহত করা হয়।

এর মধ্যে ৫৭টি ড্রোন কুরস্ক অঞ্চলে এবং ৩১টি বেলগোরোদ অঞ্চলে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই তুরস্কে কিয়েভ ও মস্কোর মধ্যে দ্বিতীয় দফা সরাসরি শান্তি আলোচনা শুরু হয়।

এদিকে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, তারা একটি ‘বৃহৎ আকারের বিশেষ অভিযান’ পরিচালনা করেছে, যেখানে রাশিয়ার অন্তত ৪০টি বোমারু প্লেন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

এসবিইউয়ের প্রকাশিত একটি ভিডিওতে সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলের বেলায়া বিমানঘাঁটিতে ড্রোন হামলার দৃশ্য দেখা যায়। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায়। ভিডিওতে বেশ কিছু যুদ্ধবিমান মাটিতে পড়ে থাকতে দেখা যায়, যেগুলো আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসবিইউ জানিয়েছে, ওই বিমানঘাঁটিতে থাকা রুশ কৌশলগত বোমারু প্লেনগুলোকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

এছাড়া রাশিয়ার উত্তরাঞ্চলীয় মুরমানস্ক অঞ্চলের ওলেনিয়া বিমানঘাঁটিতেও ইউক্রেন হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটি। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও হামলার কথা স্বীকার করেছে, তবে তারা জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং হামলা প্রতিহত করার চেষ্টা চলছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv