চাঁদাবাজি রোধ ও ঈদযাত্রা নির্বিঘ্নে সারাদেশের সড়ক-মহাসড়কে চেকপোস্ট, নদীপথে চলবে টহল

আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৫:০৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৫:০৮:১১ অপরাহ্ন
ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজি রোধে সড়ক-মহাসড়ক ও নদীপথে চেকপোস্ট বসিয়েছে র‍্যাব। গরুর ব্যাপারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শীতালক্ষ্যা নদীতে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ ও র‍্যাব।

মঙ্গলবার (৩ মে) সরেজমিন দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বগার এলাকায় চেকপোস্ট বসিয়ে বাস, পশুবাহী ট্রাক ও সিএনজিতে তল্লাশি চালাচ্ছে র‍্যাব। যাচাই করা হচ্ছে যানবাহনের কাগজপত্র। হেলমেট না পরায় বেশ কয়েকজন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। দুপুর পর্যন্ত অন্তত ২০টি যানবাহন জব্দ করা হয়েছে বলে জানায় র‍্যাব।

এদিন সকালে নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী মিল মাঠে বসানো গরুর হাট পরিদর্শন করেন র‍্যাব-১১ এর সিও লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “গরুর ব্যাপারীরা যাতে নিরাপদে চলাচল করতে পারে, সেজন্য শীতালক্ষ্যা নদী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছে র‍্যাব-১১।”

তিনি জানান, কিছু সন্ত্রাসী ইজারার নাম করে গরু বহনকারী ট্রলার থামিয়ে জোরপূর্বক হাটে নিতে বাধ্য করছে এবং চাঁদা আদায় করছে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব জানিয়েছে, ঈদের পর ফিরতি যাত্রাতেও এই অভিযান চলবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv