আবারও ইসরায়েল ভূখণ্ডে মিসাইল হামলা হুতির

আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৩:২২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৩:২২:৪৬ অপরাহ্ন
ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, তবে তা প্রতিহত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার (৩ জুন) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় তেলআবিব ও আশপাশের এলাকায় বেজে ওঠে সতর্কতা সাইরেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার রাতে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোঁড়া একটি মিসাইল আকাশেই ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হামাসের ইসরায়েলে আকস্মিক হামলার পর থেকেই হুতি গোষ্ঠী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একাধিকবার ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

জবাবে, ইসরায়েলও হুতিদের শক্ত ঘাঁটি সানা শহরের বন্দর ও বিমানবন্দরে পাল্টা হামলা চালিয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv