সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ব্লিঙ্কেন

আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:০০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০৪:৪৭:৪৩ অপরাহ্ন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ইসরাইল সফর শেষে বুধবার সৌদি আরবে পৌঁছেছেন। রাজধানী রিয়াদে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দু'নেতা সৌদি-আমেরিকা সম্পর্ক, যৌথ সহযোগিতার ক্ষেত্র এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষত গাজা ও লেবাননের বর্তমান পরিস্থিতি, সামরিক অভিযান বন্ধ, নিরাপত্তা ও মানবিক প্রচেষ্টা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। 

ইসরাইল সফরে ব্লিঙ্কেন ইসরাইলি নেতাদের আহ্বান জানান, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর এবং গোষ্ঠীটির অনেক ক্ষমতা ধ্বংস হওয়ার পরিপ্রেক্ষিতে গাজা যুদ্ধের অবসানের সুযোগ কাজে লাগানোর জন্য। 

রিয়াদ সফরের আগে ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, এখন সময় এসেছে সাম্প্রতিক সাফল্যগুলোকে দীর্ঘমেয়াদী কৌশলগত সফলতায় রূপান্তর করার। ইসরাইলের উদ্দেশ্যে ব্লিঙ্কেন বলেন, ৭ অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি না হতে দেওয়ার বিষয়ে ইসরাইল নিশ্চিত করেছে, এবং এখন তাদের ১০১ ইসরাইলি ও বিদেশি জিম্মিকে ফিরিয়ে আনার পাশাপাশি যুদ্ধ শেষ করার প্রচেষ্টা চালাতে হবে। 

গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে অঞ্চলটি। সেখানে প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। গাজার অধিকাংশ বাসিন্দা নিজেদের বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে চলে যেতে বাধ্য হয়েছেন।

ব্লিঙ্কেন আরও বলেন, ইসরাইলকে অবশ্যই পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে যাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া যায়। 

ব্লিঙ্কেন সৌদি আরব সফর শেষে কাতার এবং সপ্তাহের শেষে লন্ডন সফরের পরিকল্পনা করেছেন, যেখানে তিনি আরব নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv