ভুটানের বিপক্ষে আজ হামজার প্রথম ম্যাচ, ফাহামিদুল-শমিতের অভিষেক হবে কি?

আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৩:৫৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৩:৫৬:৪৭ অপরাহ্ন
কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম অবশেষে বাংলাদেশে এসেছেন। ফাহামিদুল ইসলাম ও হামজা চৌধুরীর পর তিনিই তৃতীয় বহুল আলোচিত বিদেশে জন্ম নেওয়া ফুটবলার, যিনি বাংলাদেশের হয়ে খেলার লক্ষ্য নিয়ে এসেছেন।

বুধবার (৪ জুন) ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শমিত। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। ফুল দিয়ে তাকে বরণ করা হয়।

মিডিয়ার সঙ্গে আলাপকালে শমিত বলেন, “এখানে এসে সবাইকে দেখতে সত্যিই রোমাঞ্চকর লাগছে। ফুটবলের প্রতি দেশের মানুষের আবেগ আমাকে মুগ্ধ করেছে। আশা করি, আমরা দল হিসেবে ভালো করতে পারব। দলের সঙ্গে দেখা করতে আর তর সইছে না।”

তিনি আরও জানান, কোচের সঙ্গে তার ইতোমধ্যেই আলোচনা হয়েছে খেলার কৌশল ও নিজের ভূমিকা নিয়ে। “দুই দিন অনুশীলন করতে পারিনি ভ্রমণের কারণে। তাই দলের সঙ্গে মাঠে নামার অপেক্ষায় আছি,”—বলেন শমিত।

এদিকে, আজই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে ঘরের মাঠে প্রথমবারের মতো দেখা যেতে পারে হামজা চৌধুরীকে। ফাহামিদুল ইসলামের অভিষেকের সম্ভাবনাও রয়েছে।

তবে সবচেয়ে বড় প্রতীক্ষা ১০ জুনের জন্য। সেদিন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ঢাকায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে শমিত সোমের।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv