যুদ্ধে নতুন মোড়

রাশিয়ায় তাণ্ডব চালাতে ইউক্রেনকে লাখো ড্রোনের বহর দিচ্ছে ব্রিটেন

আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৫:২৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৫:২৪:২৫ অপরাহ্ন
রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনকে আরও শক্তিশালী করতে এবার এক লাখ ড্রোন সরবরাহের ঘোষণা দিল যুক্তরাজ্য। আগের প্রতিশ্রুতির তুলনায় যা প্রায় দশ গুণ বেশি। ব্রিটিশ সরকারের দাবি, ২০২৬ সালের এপ্রিলের মধ্যেই ড্রোনগুলো হস্তান্তর সম্পন্ন হবে।

বুধবার (৪ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
প্রতিবেদনে বলা হয়, মানববিহীন এই উড়োযানগুলো যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে। যুক্তরাজ্য বলছে, রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের দীর্ঘ প্রতিরোধ সংগ্রামে ড্রোনের ব্যবহার কার্যকর প্রমাণিত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘোষণার পেছনে রয়েছে যুক্তরাজ্যের সদ্য গৃহীত কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা, যার মূল বার্তা—"প্রযুক্তিনির্ভর ও আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি।"

বিশ্লেষকদের মতে, এই সহায়তার ঘোষণা এসেছে এমন এক সময়, যখন ব্রাসেলসে ৫০টি দেশের অংশগ্রহণে ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের বৈঠক বসেছে। যুক্তরাজ্য সেখানে সহ-আয়োজক, জার্মানির সঙ্গে।

বৈঠকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, “শুধু ড্রোন নয়, এই বছরই আমরা ইউক্রেনকে ১ লাখ ৪০ হাজার গোলাবারুদ সরবরাহ করেছি। পাশাপাশি ২৪৭ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে।”

ড্রোন সহায়তার জন্য ঘোষিত এই ৩৫০ মিলিয়ন পাউন্ডের প্যাকেজটি যুক্তরাজ্যের ঘোষিত ৪.৫ বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা পরিকল্পনার অংশ, যা যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের পাশে থাকার ব্রিটিশ প্রতিশ্রুতিকে আরও জোরালো করলো।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv