ভারতের অপপ্রচার রুখতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: দুদু

আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৫:৩৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৫:৩৩:০৬ অপরাহ্ন
পার্শ্ববর্তী দেশ ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে— এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তার মতে, এসব মোকাবিলার একমাত্র পথ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।

বুধবার (৪ জুন) নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, “দেশের অভ্যন্তরে অন্তর্বর্তী সরকার যেন বিভ্রান্ত না হয় কিংবা কোনো ভুল পথে না যায়— এজন্যই বিএনপি প্রয়োজনীয় সমালোচনা করে। এমন কোনো বক্তব্য বা সিদ্ধান্ত যেন না আসে, যাতে বিরোধী দলের ঐক্য বিনষ্ট হয়।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার সরকারের পতনের পরও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সরকার ‘সংস্কার’-এর কথা বলে আসলে শেখ হাসিনার মতো ‘উন্নয়নের শবক’ শোনাচ্ছে। ফ্যাসিবাদকে মাটি চাপা দিতে হলে প্রয়োজন গণতান্ত্রিক সরকার। আর নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না এলে সংকট কাটবে না।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv