১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা ডিএসসিসির

আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:০২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:০২:৩৫ অপরাহ্ন
ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এবার ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও প্রয়োজনীয় সংখ্যক যানবাহন প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক শাজাহান মিয়া।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঈদের জামাত, কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রশাসক শাজাহান মিয়া বলেন, “ঈদের দিন বিকেল থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হবে। আমরা ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণে দৃঢ় প্রতিজ্ঞ। এর জন্য ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী প্রস্তুত রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক গাড়িও রাখা হয়েছে। প্রয়োজনে অন্যান্য সংস্থা থেকেও গাড়ি সংগ্রহ করা হবে।”

তিনি আরও জানান, কোথাও যদি কোরবানির বর্জ্য পড়ে থাকে, তাহলে নাগরিকরা হটলাইন বা কন্ট্রোল রুমে অভিযোগ করতে পারবেন। এজন্য ২৪ ঘণ্টা হটলাইন ও কন্ট্রোল রুম চালু থাকবে।

পশুর হাট প্রসঙ্গে প্রশাসক বলেন, “ঢাকা দক্ষিণে ৮টি পশুর হাট রয়েছে। প্রতিটি হাটের জন্য একটি করে ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। হাটগুলোতে মোবাইল কোর্ট, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, যাতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে।”

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা রক্ষা ও নগরবাসীর ভোগান্তি এড়াতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv