মুক্তির আগেই রেকর্ড ভাঙছে হাউজফুল ৫

আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:২৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:২৭:৪৪ অপরাহ্ন
অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বলিউডের জনপ্রিয় হাসির ফ্র্যাঞ্চাইজি ‘হাউজফুল’-এর পঞ্চম কিস্তি মুক্তি পাচ্ছে আগামীকাল, ৬ জুন। এরইমধ্যে সিনেমাটি ঘিরে উন্মাদনা চূড়ায় পৌঁছেছে।

মুক্তির আগেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে 'হাউজফুল ৫'। ইতিমধ্যে ট্রেলার ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। আর সেই সঙ্গে অগ্রিম টিকিট বিক্রিতেও বাজিমাত করছে ছবিটি।

সিনেমাটিতে থাকছেন পুরোনো চেনা মুখ—অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন ও নানা পাটেকর। দীর্ঘদিন পর একসঙ্গে বড়পর্দায় তাঁদের দেখার জন্য মুখিয়ে আছে দর্শকরা। আর তাই টিকিট বুকিংয়ে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা।

স্যাচনিল্ক-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ৯৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটি শুধুমাত্র ২ডি-তেই মুক্তি পাচ্ছে। প্রথম দিনই চালানো হবে ১১ হাজারের বেশি শো। আর প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ২ কোটি ৭৮ লাখ রুপি।

তবে ব্লক সিটসহ সেই আয় গিয়ে ঠেকেছে প্রায় ৬ কোটি ৭৬ লাখে। অগ্রিম বুকিংয়ের হিসেবে ইতোমধ্যেই 'হাউজফুল ৫' ছাড়িয়ে গেছে ‘কেশরী চ্যাপ্টার টু’-কে। মাধবন ও অনন্যা পান্ডে অভিনীত সেই ছবিটির আয় ছিল ১ কোটি ৮৪ লাখ রুপি।

২০১৯ সালে দীপাবলিতে মুক্তি পাওয়া 'হাউজফুল ৪' অগ্রিম বুকিং থেকে আয় করেছিল ৮ কোটি রুপি, প্রথম দিন ব্যবসা করেছিল ১৯ কোটি ৮ লাখ। সেই তুলনায় হাউজফুল ৫-এর শুরুই যেন ঝড়ের মতো।

এই ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবিই ব্যবসাসফল।
  • প্রথম কিস্তি আয় করেছিল ১১৯ কোটি রুপি।
  • দ্বিতীয়টি ১৮৮ কোটি।
  • তৃতীয় ছবির আয় ছিল ১৮৫ কোটি।
  • ‘হাউজফুল ৪’ তুলেছিল প্রায় ২৯৬ কোটি রুপি।

এখন দেখার বিষয়—অক্ষয় কুমার অভিনীত এই কিস্তি আগের রেকর্ড ভেঙে দিতে পারে কিনা। দীর্ঘদিন ধরে অক্ষয়ের একটা সুপারহিট ছবির জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা। ‘হাউজফুল ৫’ হয়তো সেই প্রত্যাশার জবাব হয়ে উঠতে পারে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv