মহাসড়কে যানজটের কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:৪০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:৪০:২৩ অপরাহ্ন
ঈদুল আজহা সামনে রেখে ঢাকায় গরুবাহী ট্রাক ও গাড়ির চাপ বেড়েছে। সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। এর ফলে রাজধানীর প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোতে কিছুটা যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "সবাই যদি ডিসিপ্লিন মেনে চলে, ধৈর্য ধারণ করে তাহলে যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উভয়ই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গাড়ি চালানো, কোরবানির পশুবাহী ট্রাক চলাচল, পথচারীদের রাস্তা পারাপার—সবক্ষেত্রেই নিয়ম মেনে চলার আহ্বান জানাই। তবেই সড়কে শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে।"

তিনি জানান, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন অভিযোগ মেলেনি। ঈদের আগের স্বাভাবিক ভ্রমণচাপে সড়কে যানবাহন ও যাত্রীর সংখ্যা বেড়েছে ঠিকই, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাফিক বিভাগ সজাগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের সময় উপদেষ্টা যাত্রীদের সঙ্গে কথা বলেন, অতিরিক্ত ভাড়া বা হয়রানির অভিযোগ খতিয়ে দেখেন। এরপর তিনি যান গাবতলী কোরবানির পশুর হাটে। হাট পরিদর্শনের সময় তিনি বলেন, "এবার কোরবানির হাটের ব্যবস্থাপনা অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো। দামও তুলনামূলকভাবে যৌক্তিক। বরং কিছু কিছু জায়গায় দাম কমই মনে হচ্ছে। এতে ক্রেতারা উপকৃত হচ্ছেন।"

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, "ঈদকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখার চেষ্টা থাকবে।"

তিনি আশ্বস্ত করে বলেন, "বাজারে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। কোনো সংকট নেই। কেউ পশু কিনতে এসে খালি হাতে ফিরবেন না।"

পরিদর্শনকালে তিনি রাজধানীর মিরপুর ও কাফরুল থানাসহ পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ইউনিট পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv