নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে: জামায়াত আমির

আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০৩:০৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০৩:০৮:১৯ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনের রোডম্যাপ যাতে অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন হওয়া জরুরি।

সোমবার (৯ জুন) মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রবাসীদের ভোটাধিকারের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, “যাদের আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি, তাদের নাগরিকত্বের প্রথম অধিকার—ভোট—থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি আরও বলেন, “তাদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে, অথচ ভোটাধিকার থেকে তারা বাদ পড়ছে—এটি এক ধরনের বৈষম্য।”

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট নগর আমির ফখরুল ইসলাম এবং মাওলানা আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে একমত পোষণ করেন এবং যুব ও প্রবাসীদের সক্রিয় সম্পৃক্ততার ওপর জোর দেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv