এখনো পেনাল্টি পাননি ক্যাবরেরা, চাকরি নিয়ে চিন্তিত নন

আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০৩:৪২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০৩:৪২:০৭ অপরাহ্ন
বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আছেন তিন বছরেরও বেশি সময় ধরে। তবুও দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল—সবকিছু নিয়েই প্রশ্ন উঠছে ফুটবল অঙ্গনে।

এই প্রেক্ষাপটে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গলবার (১০ জুন) ঢাকায় যে প্রীতি ম্যাচটি হচ্ছে, সেটিকে ক্যাবরেরার জন্য আরেকটি ‘পড়ালেখার পরীক্ষা’ বলেই দেখছেন অনেকে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচকে প্রশ্ন করা হয়—চাকরি হারানোর আশঙ্কা কি আছে? জবাবে হাস্যরসের ভঙ্গিতে ক্যাবরেরা বলেন, “আমার যতদূর মনে পড়ে, চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। সুতরাং এটা নিয়ে আমি ভাবছি না। এখন আমার সব মনোযোগ কালকের ম্যাচে।”

তবে কোচ যতই নিশ্চিন্ত দেখান না কেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইলে আলোচনার মাধ্যমে তার সঙ্গে চুক্তি আগেভাগেই শেষ করতে পারে।

ম্যাচ নিয়ে বাড়তি কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নে স্প্যানিশ কোচ বলেন, “না, আমরা ম্যাচের জন্য প্রস্তুত। মাঠে নামছি জয়ের লক্ষ্যেই।”

এশিয়ান কাপ বাছাইপর্বে নির্ধারিত সময়ের খেলা ড্র হলে তা ড্র হিসেবেই থেকে যায়—অতিরিক্ত সময় বা টাইব্রেকারের কোনো সুযোগ নেই।

তবে ম্যাচ চলাকালীন পেনাল্টি পেলে কে শট নেবেন—এ প্রশ্নে চমকপ্রদ তথ্য দেন কোচ ক্যাবরেরা। বলেন, “বাংলাদেশ দলের হয়ে আমি ৩২টি ম্যাচ কোচিং করিয়েছি। কিন্তু একবারও পেনাল্টির মুখ দেখিনি। তবে আমাদের দলে দক্ষ পেনাল্টি শুটার অবশ্যই রয়েছে।”


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv