মেঘনায় নাজমুল হাসানের ঈদের শুভেচ্ছা বিনিময়

আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০২:৪০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০২:৪০:১২ অপরাহ্ন
কুমিল্লার মেঘনা উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ সোমবার (৯জুন) বড়কান্দা ইউনিয়নের সোনাকান্দা গ্রামে এ শুভেচ্ছা বিনিময় করেছেন ৷ এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোখলেছুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, এম কে রশিদ, আলমগীর হোসেন সভাপতি যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা (উত্তর) ও পরিষেদের নেতৃবৃন্দ,এবং স্থানীয় ব্যক্তিবর্গ৷এই সময় বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তিবর্গ সহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

নাজমুল হাসান বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আদিমযুগের চিকিৎসা ব্যবস্থা এখনো বিদ্যমান। উপজেলা পরিষদ,থানা, শিক্ষা ব্যবস্থায় এখনো আধুনিকতার ছোঁয়া মিলে নাই। 

সব সময় মেঘনার মানুষের পাশে থাকবেন৷যুবকদের প্রতি রাজনৈতিক সচেতন হতে বলেন৷তিনি আরও বলেন শেখ হাসিনার পতনের মাধ্যমে প্রতিহিংসা,দখলদারিত্ব, সন্ত্রাসী, চাঁদাবাজি, ভোট ডাকাতির রাজনীতির কবর রচয়িত হয়েছে। যারা আবারো এই রাজনীতি ফিরে আনবে জনগনকে জিম্মি করবে তাদের রাজনীতি ও কবর দেওয়া হবে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv