সমু চৌধুরী ঈদ করেছেন যশোরে, বাড়ি ছাড়েন শুটিংয়ের কথা বলে

আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৬:৫২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৬:৫২:৫১ অপরাহ্ন
জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে নিয়ে সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক মাজারের পাশে বটগাছের নিচে শুয়ে থাকতে দেখা যায়। ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধারণা করেন, তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন।

তবে বিষয়টির সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হয় তার পরিবারের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বজন জানান, সমু চৌধুরী ঈদ উদযাপন করতে যশোরে গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং সবার সঙ্গে ঈদও করেছেন। মঙ্গলবার তিনি জানান, ঢাকায় শুটিং আছে, সেই উদ্দেশ্যেই তিনি রওনা দেন। কিন্তু তিনি কীভাবে ময়মনসিংহের ওই মাজারে পৌঁছালেন, তা পরিবারের কেউ নিশ্চিতভাবে জানেন না।

স্বজনরা আরও জানান, তার মানসিক ভারসাম্যহীনতার খবর গুজব। ছবি ছড়িয়ে পড়ার পর পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং পরিস্থিতি সম্পর্কে সমু চৌধুরীর মাকেও অবহিত করা হয়।

অভিনয়শিল্পীদের সংগঠন "অভিনয় শিল্পী সংঘ"-এর সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানান: “সমু চৌধুরী আমাদের প্রিয় সমু’দা এখন অভিনয়শিল্পী সংঘের তত্ত্বাবধানে আছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংগঠন থেকে দ্রুত খোঁজখবর নিই। আপাতত আমরা তাঁকে নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। তাঁর মানসিক ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে যত দ্রুত সম্ভব ঢাকায় আনা হবে। তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ চলছে।”

উল্লেখ্য, সমু চৌধুরী এখনও ব্যাচেলর। ঢাকার মিরপুরে মা ও ছোট ভাইয়ের পরিবার নিয়ে থাকেন।

এই ঘটনাটি তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে বেশ উদ্বেগ সৃষ্টি করলেও, সংগঠন ও পরিবার দ্রুত পদক্ষেপ নেওয়ায় সবাই কিছুটা আশ্বস্ত।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv