বাউফলে বিদ্যুৎ বিভ্রাট: গরমে হাসপাতালের রোগীদের কষ্ট চরমে

আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৬:৫৬:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৬:৫৬:২৯ অপরাহ্ন
পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছে জনজীবন। টানা দুইরাত (রবিবার ও সোমবার) ১২টার পর থেকে পুরো উপজেলা বিদ্যুৎহীন থাকায় অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অস্বাভাবিক গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। স্বজনরা গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেও মিলছে না ন্যূনতম সেবা। ৫০ শয্যার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ না থাকায় রোগীদের ওয়ার্ড অন্ধকারে ডুবে আছে, ঘুরছে না পাখা। সারারাত একবারের জন্যও চলেনি ফ্যান।

রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককে থাকতে হচ্ছে হাসপাতালের ফ্লোরে। স্বজনরা হাত পাখা ও চিকিৎসা পত্র নেড়ে বাতাস দিয়ে রোগীদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন, তবে তা ফলপ্রসূ হচ্ছে না। অন্যদিকে, হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের কক্ষে ঠিকই চলছে ফ্যান ও লাইট।

দায়িত্বপ্রাপ্ত এক নার্স জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত চাপে জেনারেটর বন্ধ হয়ে গেছে। স্টাফদের রুমে আলাদা আইপিএস রয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে একাধিকবার চেষ্টা করেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সম্রাট খান বলেন, সাব-স্টেশনের কয়েকটি ক্যাবল পুড়ে গেছে। বিকল্প উপায়ে লাইন সচল করা সম্ভব হচ্ছে না। পৌর এলাকার অংশটুকু সচল রাখার চেষ্টা চলছে। ৩৩ কেভি লাইনে সমস্যা থাকার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv