জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসিক হলের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। সোমবার (১১ নভেম্বর) শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের দাবিগুলোর পূর্ণতা দিতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। নাহিদ ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং তাদের কষ্ট কমানোর জন্য দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে পরবর্তী ৩ দিনের মধ্যে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।
বিকেলে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা উল্লেখ করেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্টে আছেন, তাদের জন্য আবাসিক হলের ব্যবস্থাও নেই।" সেনাবাহিনীর হাতে কাজটি অর্পণ করার পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়ার ব্যাপারে প্রশাসন ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন।
এদিকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু শর্ত আরোপ করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করতে প্রকল্প পরিচালকের দায়িত্বে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ দিতে হবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত এই প্রক্রিয়ার রূপরেখা নির্ধারণ করে তা কার্যকর করার দাবি জানান তারা।
শিক্ষার্থীদের এ দাবি মেনে নেয়া না হলে তারা আন্দোলন অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন।
বিকেলে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা উল্লেখ করেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্টে আছেন, তাদের জন্য আবাসিক হলের ব্যবস্থাও নেই।" সেনাবাহিনীর হাতে কাজটি অর্পণ করার পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়ার ব্যাপারে প্রশাসন ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন।
এদিকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু শর্ত আরোপ করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করতে প্রকল্প পরিচালকের দায়িত্বে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ দিতে হবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত এই প্রক্রিয়ার রূপরেখা নির্ধারণ করে তা কার্যকর করার দাবি জানান তারা।
শিক্ষার্থীদের এ দাবি মেনে নেয়া না হলে তারা আন্দোলন অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন।