ইরানে ইসরায়েলি হামলার ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে : কাতার

আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৭:০৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৭:০৯:৪২ অপরাহ্ন
ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার কড়া নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘‘অবিবেচনাপ্রসূত পদক্ষেপ’’ বলে উল্লেখ করেন এবং আঞ্চলিক শান্তি রক্ষায় অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলার ভয়াবহ পরিণতি হতে পারে। বিশেষ করে যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি দেখাচ্ছিল এবং আলোচনায় আঞ্চলিক একাধিক দেশ সরাসরি যুক্ত ছিল—ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে।

আনসারি আরও জানান, কাতার এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয়ভাবে কাজ করছে এবং দোহা বিশ্বাস করে, একটি চুক্তি অর্জনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে।

তিনি বলেন, ‘আমরা ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv