‘এখন পর্যন্ত হওয়া অভিযান সতর্কবার্তা মাত্র, মূল প্রতিশোধ এখনও বাকি’

আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩৪:৫২ অপরাহ্ন
ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুররহিম মুসাভি জানিয়েছেন, শুক্রবার থেকে শুরু হওয়া ইরানি সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ছিল প্রতিরোধমূলক বার্তা দেওয়া। তবে শিগগিরই ‘প্রকৃত শাস্তিমূলক অভিযান’ শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত যেসব অভিযান হয়েছে, সেগুলো ছিল সতর্কবার্তা মাত্র। প্রকৃত প্রতিশোধমূলক অভিযান খুব শিগগিরই বাস্তবায়িত হবে।’

মুসাভি আরও বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব আইনকে উপেক্ষা করে গাজা ও লেবাননে প্রায় ৩০০ সাংবাদিক হত্যার পর এবার ইসরায়েল ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (IRIB)-এর সংবাদকর্মীদের ওপর হামলা চালিয়েছে, যাতে সত্যের কণ্ঠ রোধ করা যায়।

উল্লেখ্য, সোমবার ইসরায়েল তেহরানে অবস্থিত আইআরআইবি-এর প্রধান কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইরানের এই শীর্ষ জেনারেল বলেন, ‘অধিকৃত ভূখণ্ডের বাসিন্দারা—বিশেষ করে তেল আবিব ও হাইফার জনগণকে সতর্ক করছি, তারা যেন নিজ জীবন বাঁচাতে এসব এলাকা ছেড়ে চলে যায়। নেতানিয়াহুর পশুবৃত্তিক ইচ্ছার বলি হবেন না।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের স্বাধীনতাকামী জনগণকে আশ্বস্ত করতে চাই—ইরানের মহান জাতি, যার অগ্রভাগে রয়েছে সশস্ত্র বাহিনী, শহীদদের রক্তের প্রতিশোধ অবশ্যই নেবে।’


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv