বর্ষসেরা ট্র্যাভেল ভ্লগার হলেন সালাহউদ্দিন সুমন

আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০২:০৪:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০২:০৪:৪২ অপরাহ্ন
বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ও ভ্রমণ কন্টেন্ট নির্মাতা সালাহউদ্দিন সুমন ‘সেরা ট্র্যাভেল ভ্লগার অব দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘মার্ভেল বি উইথ ইউ – মার্ভেল অব টুমোরো’ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (২০ জুন) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিমান, গণমাধ্যম ও ভ্রমণ খাতের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বিশ্বজুড়ে ভ্রমণ কাহিনী তুলে ধরায় ও ভিজ্যুয়াল ডকুমেন্টেশনে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে সালাহউদ্দিন সুমন এই পুরস্কার লাভ করেন। ট্রাভেল ইউটিউবার হিসেবে বাংলাদেশে তিনি অন্যতম অনুসৃত ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতা।

পুরস্কার গ্রহণ করে সুমন বলেন, “এ ধরনের স্বীকৃতি পাওয়া সবসময়ই এক অসাধারণ অনুভূতি। এই পুরস্কার আমাকে বিশ্ব অন্বেষণ এবং দর্শকদের জন্য আরও স্বতন্ত্র ভ্রমণ ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করবে।”

তিনি আয়োজকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের মহাব্যবস্থাপক ইসলাম গুরের প্রতিও কৃতজ্ঞতা জানান, যিনি তাকে ব্র্যান্ড প্রমোশনের সুযোগ করে দিয়েছেন।

‘মার্ভেল বি উইথ ইউ’-এর সিইও ব্রিতী সাবরিন খান বলেন, “আমরা গর্বিত যে দর্শকরা সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছেন। সালাহউদ্দিন সুমন তার নিষ্ঠা, সৃজনশীলতা ও বৈশ্বিক প্রভাবের জন্য সত্যিই এই সম্মানের যোগ্য।”

অনুষ্ঠানটি ডিজিটাল স্টোরিটেলিংয়ে অবদান রাখা কনটেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের এক আনন্দঘন উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv