ঢালিউড সুপারস্টার আরিফিন শুভ আবারও আলোচনায় এসেছেন মুক্তিযুদ্ধভিত্তিক নতুন ওয়েব সিরিজ জ্যাজ সিটি নিয়ে। বলিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনী মৈত্রের সঙ্গে জুটি বেঁধে শুভ অভিনয় করছেন এই সিরিজে। সিরিজটি পরিচালনা করছেন আলোচিত সিরিজ জুবিলি-র সহ-স্রষ্টা সৌমিক সেন। *জ্যাজ সিটি* নির্মিত হচ্ছে সত্তরের দশকের ক্লাব সংস্কৃতি ও পাশ্চাত্য গানের আবহকে কেন্দ্র করে, যেখানে মুক্তিযুদ্ধের ঘটনাও তুলে ধরা হবে।
জ্যাজ সিটি সিরিজে শুভ ও সৌরসেনীর অভিনয়ের পাশাপাশি সত্তরের দশকের পোশাক, পরিবেশ এবং সংগীতের বৈচিত্র্য থাকছে। এ সিরিজে ইংরেজিসহ বিভিন্ন ভাষার গান এবং একাধিক সুরকার ও গীতিকারের সুরের মুর্ছনা দর্শকদের জন্য চমক হিসেবে উপস্থাপন করা হবে। তবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হলেও শুটিং হবে ভারতে, বাংলাদেশে নয়।
এই মুহূর্তে শুভ কলকাতায় সিরিজটির শুটিং নিয়ে ব্যস্ত। সিরিজটির শুটিং শুরু হয়েছে নভেম্বরের প্রথম দিকে এবং আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। *জ্যাজ সিটি* সনি লাইভে মুক্তি পাবে, এবং শুভর ভক্তরা এ নতুন সিরিজটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
জ্যাজ সিটি সিরিজে শুভ ও সৌরসেনীর অভিনয়ের পাশাপাশি সত্তরের দশকের পোশাক, পরিবেশ এবং সংগীতের বৈচিত্র্য থাকছে। এ সিরিজে ইংরেজিসহ বিভিন্ন ভাষার গান এবং একাধিক সুরকার ও গীতিকারের সুরের মুর্ছনা দর্শকদের জন্য চমক হিসেবে উপস্থাপন করা হবে। তবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হলেও শুটিং হবে ভারতে, বাংলাদেশে নয়।
এই মুহূর্তে শুভ কলকাতায় সিরিজটির শুটিং নিয়ে ব্যস্ত। সিরিজটির শুটিং শুরু হয়েছে নভেম্বরের প্রথম দিকে এবং আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। *জ্যাজ সিটি* সনি লাইভে মুক্তি পাবে, এবং শুভর ভক্তরা এ নতুন সিরিজটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।