শেখ হাসিনাসহ গত ৩ নির্বাচনের সিইসি-ইসিদের বিরুদ্ধে বিএনপির মামলা

আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:৫৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:৫৭:২২ অপরাহ্ন
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবিধান লঙ্ঘন ও নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জন এবং আরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।

রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করে দলটি। মামলার অভিযোগপত্রে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, সচিবসহ সংশ্লিষ্টদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছেও জমা দেওয়া হয়েছে।

বিএনপির জাতীয় কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ অভিযোগ দাখিল করেন। তিনি জানান, অভিযুক্তদের তালিকা এখনো চূড়ান্ত নয়। তদন্ত সাপেক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামও তালিকায় যুক্ত করা হবে।

সালাহউদ্দিন খান আরও বলেন, এর আগে গঠিত নির্বাচন সংস্কার কমিশন নির্বাচনী জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। সেই সুপারিশের আলোকে মামলাটি করা হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv