সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ

আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০১:০৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০১:০৫:৪২ অপরাহ্ন
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। রোববার (২২ জুন) সচিবালয়ের ১১ নম্বর ভবনের নিচে তারা এই কর্মসূচি পালন করে। এসময় একটি মিছিল নিয়েও সচিবালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন তারা।

ফোরামের কো-চেয়ারম্যান মো. বদিউল কবির বলেন, “এই আইনের বিরুদ্ধে সচিবালয়ে কর্মরত সবাই ফুঁসে উঠেছে। কালবিলম্ব না করে এই কালো আইন বাতিল করতে হবে।”

আরেক কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, “ভদ্রতা, সরলতা, শৃঙ্খলাকে দুর্বলতা ভাবলে তা হবে বড় ভুল। অধ্যাদেশ সংশোধন নয়, একেবারে বাতিল করতে হবে। যেসব কর্মকর্তা এ অধ্যাদেশ প্রণয়নে জড়িত, প্রয়োজনে তাদের দফতরের সামনেও অবস্থান কর্মসূচি পালন করা হবে।”

কর্মসূচি শেষে তারা জানান, আগামীকাল সোমবার (২২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে তারা কর্মবিরতি পালন করবেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv