ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০১:৫৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০১:৫৬:১৬ অপরাহ্ন
ইরান থেকে ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে, নতুন এই হামলার পরই ইসরায়েলি জনগণকে সতর্ক সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয়ভাবে কাজ করছে এবং পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের নাহারিয়া, গেশার হাজিভ, হিলা, মেওনা এবং মিইলিয়া শহরে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে।

এর আগে ইসরায়েল দাবি করে, তারা ইরানের পশ্চিম, পূর্ব এবং মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় দূরনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে ইরানের ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়।

পোস্টে সংযুক্ত ছবিতে হামলার লক্ষ্যে থাকা বিমানবন্দরগুলোর মধ্যে তেহরানের মেহরাবাদ, মাশহাদ বিমানবন্দর এবং ডেজফুল বিমানঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv