‘জনবান্ধব পুলিশ’ হতে পারলে বাহিনীটির কলঙ্ক মুছবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৫:৩৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৫:৩৭:১৩ অপরাহ্ন
‘জনবান্ধব পুলিশ’ হতে পারলেই পুলিশ বাহিনীর কলঙ্ক মুছে যাবে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রনালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশকে মানবিক ও জনবান্ধব হতে হবে, এবং জনবান্ধব পুলিশ হলেই পুলিশ বাহিনীর কলঙ্ক দূর হবে। গতকাল সিইসির সঙ্গে যেই মব হয়েছিল, যদি পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় তিনি আরও বলেন, “বন্যা যাতে না হয় সেজন্য দোয়া করবেন। বন্যা এলে কৃষকদের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আলোচনা সভায় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, ডিডিএলজি শিহাব রায়হানসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv